নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব  টিকবে না- কু‌মিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু

 

কু‌মিল্লা প্রতি‌নি‌ধি।।
যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন না, এদেশে তাদের ভোট চাওয়া এবং নির্বাচন করার অধিকার নেই বলে মন্তব্য করে‌ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে না। আইনশৃঙ্খলাসহ নানা সংকট উত্তরণের একটি মাত্র রাস্তা হচ্ছে নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের কোন গতি নেই।

inside-post

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকসামে পৌর অডিটোরিয়ামে আয়োজিত কুমিল্লা লাকসাম – মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির তিনটি ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতার সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বরকত উল্লাহ বুলু আরও বলেন নির্বাচন কমিশন সরকার ও অন্তর্বর্তীকালীণ সরকার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে দেশ সমৃদ্ধশালী হবে।

সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত‌ ছি‌লেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির  সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএন‌পির যুগ্ন আহবায়ক আমিরুজ্জামান আমির,মহানগর বিএন‌পির সভাপ‌তি উৎবাদুল বা‌রি আবু, সা‌মিরা আজিম দোলা। স‌স্মেল‌নে জেলা,মহানগর ও উপ‌জেলা বিএন‌পির নেতৃবৃন্দরা উপ‌স্থিত ছি‌লেন। দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন পর এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশ নিয়েছেন ।
গোপন ভোটের মাধ্যমে তৃণমুলের নেতা-কর্মীরা এ সম্মেলনে তাদের নেতা নির্বাচিত করবেন। ইতিমধ্যে সকালে থেকে বিএনপি নেতা – কর্মীরা লাকসাম পৌর অডিটোরিয়ামে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন ।

এ সম্মেলনে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা এ তিনটি ইউনিটের সভাপতি- সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা নির্বাচিত হবেন।
সর্বশেষ ২০০৯ সালে কুমিল্লার লাকসাম ও মনোরগঞ্জে উপজেলা এবং লাকসাম পৌরসভার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। স‌ম্মেল‌নে ম‌নোহরগ‌ঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের দুবা‌রে চেয়ারম‌্যান ও সা‌বেক বিএন‌পির সভাপ‌তি এবারও স‌ম্মেল‌নে নির্বা‌চিত হন ইলিয়াস পা‌টোয়া‌রি।সাধারণ সম্পাদক নির্বা‌চিত হন সা‌বেক ছাত্রনেতা সরওয়ার জাহান দোলন সর্বস‌ম্মতি ক্রমে নির্বা‌চিত হন।

আরো দেখুন