বিএনপি বড় দল, সহজে ভাঙ্গা যাবে না : আলতাফ হোসেন

বিএনপি বড় দল, সহজে ভাঙ্গা যাবে না : আলতাফ হোসেন

 মির্জাগঞ্জ  প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসনে চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন ভারত ছাড়া কোন দেশ তাকে স্থান দেয়নি। এখন সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল ও বিএনপিকে দুর্বল করার জন্য প্রতিনিয়তই নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সে। তার মনে রাখা দরকার, বিএনপি বড় দল, সহজে ভাঙ্গা যাবে না।’

রবিবার (১৪ সেপ্টেম্বের) বেলা ১১টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জে এক মতবিনিময় সভা এবং বিএনপির সদস্য ফরম ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘আপনাদের যে ফরমগুলো দিয়েছি, সে ফরমগুলো যাতে বেহাত না হয়ে যায়, কোন চোর, ডাকাত ও আওয়ামী লীগের কেউ যেন এ ফরম ব্যবহার করে বিএনপিতে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।

যদি ঢুকে ফরমের নাম্বার দেখে তাদের বের করা হবে।’উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও যুবদলের আহ্বায়ক মো. গাজী রাসেদ সমাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—  পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো. মাকসুদ আহমদে বায়েজিদ পান্না, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মহসীন উদ্দিন, ‎উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. ফিরোজ আলম গোলদার, অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, মো. নুর হোসনে মৃধা, মো. কামাল হোসনে মোল্লা, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন চৌধুরী পাশা, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. গাজী আতাউর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. নাছির উদ্দীন হাওলাদার, মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ মো. ফরুক ইকবাল, দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম- সম্পাদক মো. মিজানুর রহমান বাবু, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. রাসেল মোল্লা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলামসহ প্রমুখ।

inside-post
আরো দেখুন