কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযান, ওয়াকিটকি ও লাঠিসহ যুবক গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযান, ওয়াকিটকি ও লাঠিসহ যুবক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি : ১৬ সেপ্টেম্বর ২০২৫

inside-post

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উনকোট গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ওয়াকিটকি, লাঠি ও মোবাইলফোনসহ এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

 

সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ভোররাত প্রায় ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম মোহাম্মদ রাকিব হোসেন। তিনি তাজুল ইসলামের পুত্র এবং চৌদ্দগ্রামের উনকোট গ্রামের বাসিন্দা।

অভিযানে তার কাছ থেকে দুটি ওয়াকিটকি সেট, দুটি ওয়াকিটকি চার্জার, একটি লাঠি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিক মেডিকেল সম্পন্ন করার পর রাকিব হোসেনকে উদ্ধারকৃত সামগ্রীসহ চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন