দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫

কুমিল্লা প্রতিনিধি :১৬ সেপ্টেম্বর ২০২৫
sharethis sharing button
inside-post

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ধীতপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ মিছিল করার সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে।

থানা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন আপনের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা উপজেলার ধীতপুর এলাকায় ঝটিকা মিছিল করার সময় কুমিল্লার ওসি ও দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী ফোর্স নিয়ে এবং বিএনপি’র নেতাকর্মীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে। মিছিলে বাকি নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীদের গ্রেপ্তার জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের নেতাদের নেতৃত্বে বিভিন্ন এলাকায় নাশকতার আশঙ্কায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেনের নির্দেশে বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দাউদকান্দি পৌর বাজার, শহীদ নগর ,রায়পুর, ইলিয়টগঞ্জে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ছাত্রলীগ ঝটিকা মিছিল দেয়ায পাঁচজনকে আটক করা হয়েছে। তবে বাকিদের গ্রেফতারের জন্য পুলিশের সাড়াসী অভিযান অব্যাহত রয়েছে।

আরো দেখুন