কুমিল্লা রসুলপুর রেল ষ্টেশনে বিজিবিসহ টাস্কফোর্স দলের অভিযানে বিপুল পরিমানে অবৈধ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

কুমিল্লা রসুলপুর রেল ষ্টেশনে বিজিবিসহ টাস্কফোর্স দলের অভিযানে বিপুল পরিমানে অবৈধ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

কুমিল্লা প্রতিনিধি।।
ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছেন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বিজিবি,পুলিশ সদস্যের সমন্বয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন থেকে ভারত থেকে আনা বোতল অলিভ অয়েল তেল ,ক্রিম,বাজিসহন প্রায় ৮৭ লক্ষ ৭ হাজার৮শত টাকা মূল্যের অবৈধ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছেন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বিজিবি,পুলিশ সদস্যের সমন্বয়ে টাস্কফোর্স দল । তবে মালিক বিহীন অবস্থায় কাউকে আটক করতে পারেনি বিজিবিসহ টাস্কফোর্স দল।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ পিএসসি এ তথ্য জানিয়েছেন।
বিজিবি জানায়- কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার জাহান এর উপস্থিতিতে, ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এর নেতৃত্বে বিজিবি, পুলিশ সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স দল গঠন করা হয়। উক্ত টাস্কফোর্স দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে সাড়ে ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫৮ বোতল অলিভ অয়েল তেল, ১,১২০ পিস ডেরোবিন ক্রিম, ৮৬০ পিস স্কিন সাইন ক্রিম, ১,৩৩০ পিস জনসন বেবী লোশন এবং ৩,৪০,৬০০ পিস বিভিন্ন প্রকার বাজি মালিক বিহীন অবস্থায় আটক করা হয়।
এসব মালামালের বর্তমান বাজারমূল্য মূল্য-৮৭ লক্ষ ৭ হাজার আটশত টাকা। জব্দ করা মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছেন বিবিজি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ পিএসসি ।