কুমিল্লা-৬ আসনের প্রতিটি কালীপূজা মণ্ডপ পরিদর্শন করেন সাবেক মেয়র মোঃ মনিরুল হক সাক্কু

কুমিল্লা-৬ আসনের প্রতিটি কালীপূজা মণ্ডপ পরিদর্শন করেন সাবেক মেয়র মোঃ মনিরুল হক সাক্কু

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।

 

inside-post

গত সোমবার (২০ অক্টোবর) অর্থাৎ কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়।
জানা যায়- শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজা আর সর্বত্র আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা নগরীর দেশওয়ালী পট্টিতে উদয়ন সংঘের আয়োজনে পাঁচদিন ব্যাপী চলছে ভিন্ন অনুষ্ঠান। জেলাশহরের সবচেয়ে বড় এবং আর্কষণীয় কালীপূজা দেখতে প্রতিদিন বিকেল হতে মধ্যরাত পর্যন্ত হাজার হাজার ভক্ত-দর্শনার্থী ভিড় জমায়।
দেবীকে এক নজর দেখতে সনাতনী ধর্মালম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
মূলত, দীপাবলী হলো আলোর উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক এটি। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এ উৎসব উদযাপন করা হয়। পূজা উপলক্ষে মন্দিরগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে, কুমিল্লা নগরীর সাবেক মেয়র মোঃ মনিরুল হক সাক্কু কুমিল্লা-৬ আসনের প্রতিটি কালীপূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে ভোটদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

আরো দেখুন