
কুমিল্লা প্রতিনিধি:
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের জাকের পার্টিও সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় ডিগ্রি কলেজ মাঠে এ জনসভা ও র্যালির আয়োজন করা হয়।।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।
জাকের পার্টির পয়ালগাছা ইউনিয়নের সভাপতি ছফিউল্লাহ সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমীর ফয়সাল, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান হায়দার, বরুড়া -৮ আসনের সংসদ সদস প্রার্থী মুফতি শরিফুল ইসলাম সাইফী,জাকের পার্টির কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য তরিকুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে পয়ালগাছা ডিগ্রি কলেজ থেকে একটাি রেলী বের করা হয়।
