কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, জেলা জুড়ে ৫০ জন আটক

কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, জেলা জুড়ে ৫০ জন আটক
কুমিল্লা প্রতিনিধি :

জন নিরাপত্তা বিঘ্ন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লা জেলা পুলিশ এক রাতব্যাপী অভিযানে ৫০ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে জানা যায়, বিদেশে পালিত আকম বাহার, রওশন আলী মাষ্টারসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা স্থানীয়দের অর্থ প্রেরণ করে সরকারপতনের উদ্দেশ্যে ঝটিকা মিছিল করাচ্ছে। প্রতি সদস্যকে ৫০ সেকেন্ডের মিছিলের বিনিময়ে ১০ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হচ্ছে।
অভিযানের তথ্য অনুযায়ী, মিছিলের অধিকাংশ সদস্য নিজেদের পরিচয় গোপন রাখতে রুমাল বা মাস্ক ব্যবহার করছে। কিছু অংশে নির্দলীয় ভাড়াটে লোকও যুক্ত, যারা মাইক্রোবাস ও সিএনজি যোগে অন্য এলাকার মিছিলেও অংশ নিচ্ছে। এছাড়া, সোশাল মিডিয়ায় উস্কানি ও প্ররোচনার মাধ্যমে কিছু মানুষকে মিছিলে অংশ নিতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, রাষ্ট্রবিরোধী ও জননিরাপত্তা বিঘ্নকারী এই কর্মকাণ্ডের জন্য কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।