কুমিল্লায় সমবায় দিবস পালিত

কুমিল্লায় সমবায় দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :০১ নভেম্বর ২০২৫

কুমিল্লায় আলোচনাসভাসহ নানাহ আয়োজনের মধ্যদিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবসিউদযাপিত হয়েছে।

দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যে ৫৪তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, জেলা সমবায় অফিসার মো: সালমান ইকবাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা সমবায় অফিসার,মোঃ শরিফুল ইসলাম ভূঁঞা,
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই।

পরে ৫ জন সফল সমবায় সংগঠন ও সদস্যদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে জেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।