কুমিল্লা পাঁচথুবী ইউনিয়নে মাটিবাহী ট্রাকের চাপায় নিহত-১

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে মাটিবাহী ট্রাকের চাপায় মোঃ ইমান হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ইউনিয়নের উত্তর বাগবের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমান হোসেন ওই ইউনিয়নের উত্তর রাচিয়া চরুর বাড়ির বাসিন্দা মোঃ মোতাহের মিয়ার বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইমান হোসেন রাস্তা পার হওয়ার সময় একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ট্রাকচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।