কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দেশকে কল্যাণে রাষ্ট্রে পরিণত করতে চায় জামায়াত-

বিজয়পুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন

 

কাজী দ্বীন মোহাম্মদ

inside-post

কুমিল্লা প্রতিনিধি : ৮ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর দক্ষিণ উপজেলার ১ নং বিজয়পুর ইউনিয়ন এর উদ্যােগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।তিনি বলেন,
জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণে রাষ্ট্রে পরিণত করার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের কর্মপ্রচেষ্টা সফল হলে দেশে ন্যায়- ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হবে। দেশের সকল শ্রেণির মানুষের অধিকার হবে নিশ্চিত। আর একাজকে সহজতর ও বেগবান করার জন্য প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হব।সবাইকে
দ্বীন প্রতিষ্ঠার কাজকে তরান্বিত করতে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণে কার্যকর ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

বিজয়পুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মমিনুল ইসলাম এর সভাপতিত্বে সেক্রেটারী শাহাদাত হোসাইন শাহীন এর পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কুমিল্লা মহানগরী জামায়াতে নায়েবে আমীর যথাক্রমে মোহাম্মদ মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,নগর জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান,সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর,মিজানুর রহমান,কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাহী,মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মু.শাহাদাত হোসাইন,জামায়াত নেতা আনোয়ার হোসেন,গোলাম জিলানী প্রমুখ।

আরো দেখুন