
তিস্তা নিয়ে বিএনপির কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

আজ যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তিন জেলার ১১ পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হবেন।
বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে তারেক রহমান বিএনপির সমাবেশস্থলে ভার্চুয়ালি যুক্ত হবেন।
সোমবার থেকে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি চলছে।
অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা চাইতে হবে বলে সোমবার একটি সমাবেশে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।