মুহুরী নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে, ফেনীতে বন্যার শঙ্কা

প্রতিনিধি: (ফেনী) ০৮ জুলাই, ২০২৫
টানা পাঁচ দিন বৃষ্টির ফলে ফেনী শহরে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের অধিকাংশ এলাকায় হাঁটু পানির নিচে। শহরের জলাবদ্ধতার কারণে নিচু স্থানের অনেক বাসা-বাড়িতে পানি ঢুকে গেছে। এত পরম দুর্ভোগে পড়েছে শহরবাসী।
ফেনী পৌরসভার জলদ্ধতার এলাকাসমূহ পরিদর্শন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, বিগত সময়ে শহরের ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পিত ছিল না। আমরা শহরের জলবদ্ধতা নিরসনে কিছু প্রকল্প হাতে নিয়েছি। এ প্রকল্পগুলি বাস্তবায়ন হলে ফেনী শহরের জলবদ্ধতা নিরসন করা সম্ভব। পাশাপাশি শহরে বসবাসকারীদের আরো বেশি সচেতন হতে হবে। ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্টোল রুম খোলা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
