আর্থিক কারণে’ আলজাজিরা বলকানসের সম্প্রচার বন্ধ ঘোষণা

আর্থিক কারণে’ আলজাজিরা বলকানসের সম্প্রচার বন্ধ ঘোষণা

 এএফপি

কাতারভিত্তিক সম্প্রচার সংস্থা আলজাজিরা বলকানস শনিবার সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রায় ১৪ বছর সম্প্রচারের পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।
উপস্থাপিকা দালিজা হাসানবেগোভিচ স্থানীয় সময় শনিবার দুপুরের সংবাদ শেষ করার সময় বলেন, ‘আলজাজিরা বলকানসের জন্য এটি ছিল শেষ সংবাদ অনুষ্ঠান। প্রায় ১৪ বছরের আস্থার জন্য আপনাদের ধন্যবাদ।

সারায়েভোতে মূল স্টুডিও নিয়ে ২০১১ সালের নভেম্বরে সম্প্রচার শুরু করেছিল চ্যানেলটি। তারা তৎকালীন যুগোস্লাভিয়ার দেশগুলোতে আঞ্চলিক ভাষায় সম্প্রচার করত, যেটিকে আগে সার্বো-ক্রোয়াট ভাষা বলা হতো।

চ্যানেলটিতে অঞ্চলটির বিভিন্ন দেশের প্রায় ২০০ জন কর্মী কাজ করতেন। কার্যক্রম বন্ধের এই ঘোষণায় অঞ্চলটির একাধিক সাংবাদিক সংগঠন দুঃখ প্রকাশ করেছে।

ক্রোয়েশিয়ার সাংবাদিক সমিতি ও দেশটির সাংবাদিক ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘এই (কার্যক্রম) বন্ধ গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এক বিরাট ক্ষতি, বিশেষ করে এমন সমাজগুলোতে, যেখানে গণমাধ্যমের বহুত্ববাদ দুর্বল বা প্রায় অনুপস্থিত।

inside-post
আরো দেখুন