আর্থিক কারণে’ আলজাজিরা বলকানসের সম্প্রচার বন্ধ ঘোষণা

আর্থিক কারণে’ আলজাজিরা বলকানসের সম্প্রচার বন্ধ ঘোষণা
এএফপি যোগাযোগ করলে চ্যানেলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম ও সাংবাদিক সংগঠনগুলোর মতে, ‘আর্থিক কারণে’ এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিংশ শতাব্দীর নব্বইয়ের দশকের যুদ্ধ ও যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পর এটি ছিল প্রথম আঞ্চলিক সংবাদমাধ্যম।
ক্রোয়েশিয়ার সাংবাদিক সমিতি ও দেশটির সাংবাদিক ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘এই (কার্যক্রম) বন্ধ গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এক বিরাট ক্ষতি, বিশেষ করে এমন সমাজগুলোতে, যেখানে গণমাধ্যমের বহুত্ববাদ দুর্বল বা প্রায় অনুপস্থিত।
বসনিয়ার সাংবাদিক সংগঠন বিএইচ নভিনারি জানিয়েছে, ‘এতে দর্শকরা একটি নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে বঞ্চিত হবে।’
