রিমান্ড শেষে ৮ আসামিকে আদালতে তোলা হবে রবিবার

মুরাদনগরে ট্রিপল মার্ডার
রিমান্ড শেষে ৮ আসামিকে আদালতে তোলা হবে রবিবার

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার চক্রবর্তী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৯ জুলাই সকালে কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক আট আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরদিন বৃহস্পতিবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের জেলা গোয়েন্দা পুলিশ হেফাজতে নেওয়া হয়।