নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে : মির্জা ফখরুল

নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে : মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করেছেন।
লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর কিছু মানুষের ‘মাথা খারাপ হয়ে গেছে’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘যারা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, তারা গণতন্ত্র ও দেশের শত্রু।’
তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগানের বিষয়ে তিনি বলেন, ‘ভাবা হচ্ছে, তারেক রহমানকে নিয়ে কথা বললে বিএনপি ভয় পাবে ও সরে যাবে। কিন্তু বিএনপি ঘুরে দাঁড়াতে জানে।
তিনি বলেন, ‘বিএনপিকে উত্তেজিত করে একটি ফাঁদে ফেলতে চাচ্ছে তারা। কিন্তু আমরা সতর্ক। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিয়েছি, ভবিষ্যতেও প্রতিরোধ গড়ে তুলব।
