গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট করে হামলাকারীদের পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।