কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনির পর চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন নির্মাণাধীন পুলিশ প্লাজার নিচে তাকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যায় সে।
পরে খবর পেয়ে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে তুহিনকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসা হয়। বেলা ২টার দিকে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
