পাকিস্তানে টানা ভারি বৃষ্টিপাতে ২৪ ঘণ্টায় ৫৪ মৃত্যু

এএফপির প্রতিবেদন
পাকিস্তানে টানা ভারি বৃষ্টিপাতে ২৪ ঘণ্টায় ৫৪ মৃত্যু

- জুনের শেষদিকে বর্ষা শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়াল প্রায় ১৮০ জনে।
এনডিএমএ-এর একজন মুখপাত্র বৃহস্পতিবার ভোর ৮টার (পাকিস্তান সময়) হিসাবে জানান, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ৫৪ জনের মৃত্যু ও ২২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগ প্রাণহানি পাঞ্জাবে ঘটেছে।
তিনি আরো জানান, ২৬ জুন মৌসুমি বৃষ্টি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা প্রায় ১৮০ জন, যার মধ্যে রয়েছে ৭০ জন শিশু। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৫০০ জন। বৃষ্টির তীব্রতা এবং সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে রাওয়ালপিন্ডি কর্তৃপক্ষ বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সূত্র : এএফপি