যুক্তরাষ্ট্রে চুরি করে আটক ভারতীয় নারী, দূতাবাসের সতর্কবার্তা জারি

যুক্তরাষ্ট্রে চুরি করে আটক ভারতীয় নারী, দূতাবাসের সতর্কবার্তা জারি
সেই সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা, চুরি বা ছিনতাই করলে ভিসা বাতিল হতে পারে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ইলিনয়ের একটি টার্গেট স্টোরে এক ভারতীয় নারী ১.১ লক্ষ টাকার জিনিসপত্র চুরি করার সময় ধরা পড়েছিল।
রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে এক ভারতীয় নারী টার্গেট স্টোর থেকে জিনিসপত্র চুরি করতে গিয়ে ধরা পড়েন।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এই নারী সাত ঘণ্টা ধরে দোকানে ঘুরছিলেন।
ভিডিওতে দেখা গিয়েছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ওই নারী বিষয়টি মীমাংসা করতে চান এবং জিনিসগুলোর দাম মেটানোর প্রস্তাব দেন। তিনি বলেন, ‘আমি দুঃখিত যদি আপনাদের বিরক্ত করে থাকি। আমি এই দেশের মানুষ নই, এখানে থাকব না।’
জবাবে এক নারী পুলিশ কর্মকর্তা বলেন, ‘ভারতে কি জিনিস চুরি করা বৈধ? আমার তো মনে হয় না।
বার্তায় আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলাকে মূল্য দেয় এবং বিদেশি দর্শনার্থীরা সমস্ত মার্কিন আইন মেনে চলবেন বলে আশা করে।
