বাংলাদেশে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি : সারজিস

বাংলাদেশে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি : সারজিস
এনসিপির এ নেতা বলেন, ‘অভ্যুত্থানের এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাইয়ে এসেছি। কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি।
সারজিস বলেন, ‘বাংলাদেশে আবারও মুজিববাদী-ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে। এ দেশে আর কোনো পন্থীর জায়গা হবে না। দেশে ভারতীয় আধিপত্যবাদের কোনো জায়গা হবে না।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘ফ্যাসিস্টবিরোধী আমাদের যে শক্তি, এদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু ঐক্যবদ্ধ থাকতে গিয়ে অন্ধভাবে কারো দালালি করা যাবে না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু তার সৌন্দর্য নষ্ট করা যাবে না। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে।’
