জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৫১

বিমান দুর্ঘটনা

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৫১

inside-post
 অনলাইন প্রতিবেদক

 

উত্তরার দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। দগ্ধ হয়েছে অন্তত ২০০ জন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত আমাদের এখানে দগ্ধ ৫১ জনকে আনা হয়েছে।

এই ৫১ জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। 

দগ্ধরা হলো—মাহতাব (১৪) ৮০ শতাংশ, শামীম (১৪), মুনতাহা (১০) এবং রোহান (১৪) দগ্ধ হয়েছে ৫০ শতাংশ , আব্দুর রহমান (১০), নাফি (৯), রুফিয়া (১০) এবং আয়ান (১৪) ৬০ শতাংশ দগ্ধ , আবিদ (৯), সায়েম ইউসুফ (১৪), মেহেনুর (১২), আশরাফ (৩৭), উষা (১১), পায়েল (১২), আরবেরা (১০) এবং তাসনিয়া (১৫) ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

এ ছাড়া মাহিয়া, ফয়েজ (১৫) এবং মাসুমা (৩৮) ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। কাব্য (১৩) ২০ শতাংশ, তানভীর (১৩) শতভাগ, নিলয় (১৩) ১৮ শতাংশ, লরিন (৩০), জাকির (৫৫), সায়রা (১০), জায়মা (১৩), সায়বা (৯), রাইসা (১১), এবং নাফিস (৯) ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে।

মাসুকা (৩৭), তৌফিক (১৩), নিশি (২৮), নুসরাত (১২), রাইয়ান (১৩), বাপ্পি সরকার (১০), জুনায়েদ (১২), তাসনুরা মাহবিন (১১), ফারজানা ইয়াসমিন রিনা (৪৫) এবং মাকিন (১৫) ৬২ শতাংশ দগ্ধ হয়েছে। তাসনিয়া (১০) এবং এরিকসন (১৩) শতভাগ, ইদ্রিস (১৫), লিমন (১৭), আরিফ (১২) এবং নাজিয়া (১৩) ৮০ শতাংশ, আয়াত, আয়মান (১০), ইমন (১৭) ও সোনিয়া। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে রাইয়ান (১৪), জারিফ ফারহান (১৪), সবুজা বেগম (৪৫) ও জোনায়েদ (১১)।

এদের মধ্যে তানভীর, জোনায়েদ নামে দুজনকে আনার পর মৃত ঘোষণা করেন।

চিকিৎসাধীন আরো দুজনের মৃত্যু হয়েছে। তবে তৎক্ষণিক পরিচয় জানা যায়নি। 

 

আরো দেখুন