বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপি মহাসচিবের গভীর শোক

বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপি মহাসচিবের গভীর শোক
সোমবার (২১ জুলাই) বিকেলে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানান তিনি।
শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই।
বিএনপি মহাসচিব আরো বলেন, ‘আমি বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। আমি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং যেসব শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
