চাঁদপুরে শহীদ আজাদ চত্বর উদ্বোধন

চাঁদপুরে শহীদ আজাদ চত্বর উদ্বোধন
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. মাহাবুব আলম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জেলায় জেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচি অংশ হিসেবে আজ চাঁদপুরে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা অনুষ্ঠানে আমাদের নেতৃবৃন্দ চাঁদপুরে শহীদ পরিবারদের সাথে দেখা করে তাদের সাথে কুশল বিনিময় এবং তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।’
উল্লেখ্য, গত বছর সারা দেশে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন ৪ আগস্ট (রবিবার) বিকালে নিজ বসতবাড়ির সামনে আজাদ সরকারকে কুপিয়ে আহত করেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা।
