কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, সংবাদ বর্জনের ঘোষণা

কুমিল্লার মুরাদনগর উপজেলার আল্লাহু চত্বর এলাকায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় ছয়জন সাংবাদিক হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের একটি মোবাইল ফোন ও তিনটি ক্যামেরা ভাঙচুর করে।
আহত সাংবাদিকরা হলেন—দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি শাহ ইমরান, স্টার নিউজের প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, বার্তা২৪-এর প্রতিনিধি মঈন নাসের খান রাফি, দৈনিক পূর্বাশার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না, এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ ও এসএ টিভির ক্যামেরাম্যান মো. বাপ্পি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে এই হামলার প্রতিবাদে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবির পাশাপাশি কুমিল্লা জেলা পুলিশের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়।
বক্তব্যে সাংবাদিক নেতারা বলেন, ‘কিছুদিন ধরে রাজনৈতিক দলের কিছু উগ্র নেতাকর্মী সাংবাদিকদের হুমকি ও ইঙ্গিতমূলক আচরণ করছে। এখনই তাদের লাগাম না টানলে ভবিষ্যতে সংবাদ বর্জনের কঠোর সিদ্ধান্ত নিতে হবে।’
হামলার ঘটনায় মামলার দাবি জানানো হলেও এখনো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। সাংবাদিকরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।