কুমিল্লা -৯ সংসদীয় আসন পূনর্বহালের দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কুমিল্লা -৯ সংসদীয় আসন পূনর্বহালের দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কুমিল্লা প্রতিনিধি : ০৪ আগস্ট ২০২৫

 

inside-post

আজ ৪ আগষ্ট কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা,লালমাই উপজেলা ও কুমিল্লা সিটির ৯ ওয়ার্ডের জনগণ। মানব বন্ধন চলাকালে বক্তারা বলেন,

কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা ও মহানগর দক্ষিণ (১৯-২৭) নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও ভোটার। ১৯৮৩ সনে নির্বাচন কমিশন ২৫৬-কুমিল্লা-৯ লাকসাম উত্তরের ৪টি ইউনিয়ন বাগমারা, ভুলইন, বেলঘর, পেরুল ও আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়ন বিজয়পুর, বারপাড়া, পূর্ব জোড়কানন, পশ্চিম জোড়কানন, গলিয়ারা ও চৌয়ারা ইউনিয়ন নিয়ে গঠিত হয়। ১৯৮৬ সালে এই আসন থেকে আওয়ামী লীগ, ১৯৮৮ ও ১৯৯১ সালে জাতীয় পার্টি, ১৯৯৬ সনে আওয়ামী লীগ, ২০০১ সনে বিএনপি মনোনীত প্রার্থী নির্বাচনে জয় লাভ করে। নির্বাচনী এলাকা গঠন কালীন সময় থেকে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান ও দল থেকে কোন প্রকার আপত্তি উত্থাপিত হয় নাই।

 


দীর্ঘদিন একই নির্বাচনী এলাকা থাকার কারণে এই এলাকায় সুষম উন্নয়ন কর্মকান্ডের প্রেক্ষিতে মানুষের মধ্যে একটা ব্যাপক সামাজিকতা সৃষ্টি হয়। প্রশাসনিক সুবিধার প্রত্যাশায় বৃটিশ আমলের মেহেরকূল পরগনার এলাকাটি ২০০৫ সনে “কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার” স্বীকৃতি লাভ করে এবং ৩৫ বর্গ কি.মি. ব্যাপী কুমিল্লা শহরের দক্ষিণ পার্শ্ববর্তী এলাকা “কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা” গঠিত হয়।
এই দুই প্রশাসনিক অবকাঠামোকে কেন্দ্র করে বিশেষ করে এই অঞ্চলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ইপিজেড প্রতিষ্ঠার পর এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ, টিচার্স ট্রেনিং কলেজ, কৃষি অফিস, মৎস অফিস, বাখরাবাদ গ্যাস, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা বার্ড, সড়ক ও জনপথ অফিস, পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লা সার্ভে ইনস্টিটিউট, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সর্বোপরী কুমিল্লা বাইপাসের কারণে আজ কুমিল্লার দিগন্ত সদর দক্ষিণ উপজেলায় ব্যাপকভাবে সম্প্রসারিত। সদর দক্ষিণ উপজেলার হেড কোয়াটারটিও একটি স্যাটেলাইট শহর হিসাবে গড়ে উঠেছে। শুধু তাই নয়, নবগঠিত ৩৫ বর্গ কি.মি. ব্যাপি “কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা”- ১০ কোটি টাকা রাজস্ব আয়ের কারণে ০৩ বছরের মধ্যে অর্থাৎ ২০০৭-০৮ অর্থ বছরের ‘এ’ শ্রেণীর পৌরসভার মর্যাদা লাভ করে পরবর্তীতে ১৫০ বৎসরের পুরাতন ১৭ বর্গ কি.মি. ব্যাপী কুমিল্লা পৌরসভার সমন্বয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন
গঠিত হয়। এখানে উল্লেখ্য যে, বর্তমান কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিণের ০৯টি ওয়ার্ড (১৯-২৭) জনগণের প্রশাসনিক সকল কার্যক্রম এখনও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা থেকে সম্পন্ন করতে হয়। এই সংসদীয় আসনটিকে ভেঙ্গে তিন খন্ডে ভাগকরায় এই এলাকার জনগণের সমস্যা ও দূর্ভোগ সৃষ্টি হবে। ভোটার সংখ্যা, ভৌগলিক ও প্রশাসনিক অধ্যতার ভিত্তিতে আমাদের সাবেক কুষ্টিয়া-০৯ নির্বাচনী এলাকা “দুমিয়া ওয়ার্ড ও নবগঠিত লালমাই উপজেলাসহ তথ্য সাবেক ২৫৬-কুমিল্লা-৯ কে পুনর্বহাল করে ০১টি স্বতন্ত্র সংসদীয় আসন করার জন্য দাবী জানান। ফলে ২০০১সালে সর্বশেষ সংসদ নির্বাচনে কুমিল্লা জেলায় ১২টি সংসদীয় আসন ছিল তা আবার পুনর্বাহালের দাবী জানান তারা। মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন
এড. মুহম্মদ আখতার হোসাইন সদর দক্ষিণ উপজেলা,
মুলক্ষ্মীদ আমাদি উল্লাস্থ আমান লালমাই উপজেলা,
মোঃ ইউসুফ আলী মীর পিন্টু লালমাই উপজেলা, কুমিল্লা। মৌলতেন:
ওমর ফারুক চৌধুরী
সদর দক্ষিণ উপজেলা,
ইসমাইল মজুমদার সদর দক্ষিণ উপজেলা,
সোহেল:  সোহেল মজুমদার মহানগর (১৯-২৭নং ওয়ার্ড) মোহাম্মদ হানিফ
আহবায়ক
কুমিল্লা মহানগর দক্ষিণ থানা বিএনপি ( ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ড )
মাবনবন্ধন শেষে তারা কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ আমিনুল ইসলাম ও কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সারের কাছে স্মারকলিপি পেশ করেন।

আরো দেখুন