দেশের মানুষ চায় সামনের দিনগুলো আরো ভালো হোক : তারেক রহমান

দেশের মানুষ চায় সামনের দিনগুলো আরো ভালো হোক : তারেক রহমান

 অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এক বছর আগে ৫ আগস্ট দেশে বহু প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয়েছে, ওইদিন হঠাৎ করে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। এরপর তারা চায় সামনের দিনগুলো আরো ভালো হোক।
শনিবার (৯ আগস্ট) দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি আরো বলেন, ‘দেশের মানুষের সামনে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি পূরণ করতে হবে। জুলাই-আগস্টেই দেড় হাজার মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন, আর গত ১৫ বছরে এ সংখ্যা কয়েক হাজারে দাঁড়িয়েছে।

একই সময়ে কয়েক লাখ মানুষ বিভিন্নভাবে আহত হয়েছেন। এই মানুষগুলোর প্রত্যাশা যদি আমরা সবাই মিলে পূরণ করতে পারি, তাহলেই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।’ 

মানুষ বিএনপির কাছে তার প্রত্যাশার কথা তুলে ধরেন জানিয়ে তারেক রহমান বলেন, ‘দেশের মানুষ মনে করেন, বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে। যেহেতু আগামী দিনে দেশ পরিচালনায় বিএনপির সম্ভাবনা বেশি তাই বিএনপির কাছে প্রত্যাশা করে ভালো কিছু পরিবর্তনের। আমাদেরকে সেই শুরুটা করতে হবে।

’ 

তিনি বলেন, ‘একটি কথা প্রচলিত আছে, বিভিন্ন সময় সভায় একটি কথা আসে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিজেদের ভেতরে চর্চা করে না। তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক-বেঠিক দুটোর মাঝামাঝি। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভেতরে সেই প্রক্রিয়াটি এখনো চালু হয়ে ওঠেনি।’

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমাদের দেশনেত্রী খালেদা জিয়া স্বৈরাচার বিদায় করে সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। আমাদের নেতারা যে পথ দেখিয়েছেন, সেই উত্তরাধিকার কন্টিনিউ (চলমান) রাখতে হবে। গণতন্ত্রের ভিত মজবুত করে গড়ে তুলতে হবে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় এবং অবশ্যই দলের ভেতরে সব পর্যায়ে গণতন্ত্র গড়ে তুলতে হবে।’

inside-post
আরো দেখুন