গিলের জার্সি নিলামে রেকর্ড দর

গিলের জার্সি নিলামে রেকর্ড দর
১০ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত এই #RedforRuth Special Timed Auction-এর সমস্ত অর্থ যাবে রুথ স্ট্রস ফাউন্ডেশনে, যা ক্যানসারসহ টার্মিনাল অসুস্থতায় আক্রান্ত অভিভাবকের পরিবার ও শিশুদের মানসিক সহায়তা প্রদান করে।
‘রেড ফর রুথ ডে’ উদযাপিত হয় লর্ডসে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা লাল পোশাক পরেন এবং মাঠ লাল রঙে সেজে ওঠে।
নিলামে গিলের জার্সি ছিল সবচেয়ে দামী। এরপর যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও জাশপ্রীত বুমরাহ। প্রতিজনের জার্সি বিক্রি হয়েছে ৪.৯৪ লাখ রুপিতে।
শীর্ষ ৫ দামী জার্সি
১. শুবমান গিল–৫.৪১ লাখ রুপি
২. জাশপ্রীত বুমরাহ–৪.৯৪ লাখ রুপি
৩. রবীন্দ্র জাদেজা–₹৪.৯৪ লাখ রুপি
৪. কেএল রাহুল–৪.৭১ লাখ রুপি
৫. জো রুট–৪.৪৭ লাখ রুপি।
