কুমিল্লায় ইউপি সদস্য হত্যার প্রধান আসামি র্যাব কতৃক গ্রেফতার

কুমিল্লায় ইউপি সদস্য হত্যার প্রধান আসামি র্যাব কতৃক গ্রেফতার

কুমিল্লা নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিনকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামিকে ঢাকার হাতিরঝিল রেল মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৯ আগষ্ট) বেলা ১২ টায় নগরীর শাকতলা র্যাব কাযালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি জানান।
তিনি বলেন,শুক্রবার (৮ আগস্ট) ডিএমপি ঢাকার হাতিরঝিল থানার মগবাজার রেলগেইট বাজার গলি এলাকা থেকে র্যাব-১১ ও র্যাব-৩ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।মেজর সাদমান বলেন, নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে দুই পরিবারের মধ্যে বংশপরম্পরায় একটি বিরোধ চলে আসছিল। গেল ২৫ জুলাই গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। সেদিন দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়।
এ ঘটনার রেশ ধরে গেলো ৩ আগস্ট দুপুরে আলিয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজিতে তুলে নিয়ে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় ৫ আগস্ট নিহতের ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।