কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৫০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মাদক ট্যাবলেট জব্দ

কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৫০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মাদক ট্যাবলেট জব্দ
কুমিল্লা প্রতিনিধি : ১০ আগস্ট, ২০২৫

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কুমিল্লা সীমান্তে ব্যাপক পরিমাণ অবৈধ ভারতীয় মাদক ট্যাবলেট জব্দ করেছে। গতকাল ৯ আগস্ট রাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় ৩ লক্ষ ৩১ হাজার ২০০ পিস সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৪৯ লক্ষ ৬৮ হাজার টাকা।
বিবিরবাজার বিওপি’র অধীনস্থ কটকবাজার পোষ্টের টহলদল কুমিল্লা সীমান্তের ৭ কিলোমিটার অভ্যন্তরে পালপাড়া নামক স্থানে এই মালামাল আটক করে। মাদকটি মালিকবিহীন অবস্থায় রাখা ছিল বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত অঞ্চলে চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় বিজিবি আরও তৎপরতা বাড়িয়েছে এবং সীমান্তে নজরদারি জোরদার করেছে বলে জানানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও বিজিবি নিশ্চিত করেছে