কুমিল্লায় সেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুমিল্লায় সেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুমিল্লা প্রতিনিধি : ১৯ আগস্ট ২০২৫
কুমিল্লায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন- কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, সদস্য সচিব এ কে এম শায়েদ পান্না ,কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ ও সদস্য সচিব আনোয়ার হোসেন।মহানগর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন জহিরুল ইসলাম মহরম।জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন ইমাম হোসেন ফারুক।
বক্তারা বলেন, বিএনপির নামে বিভিন্ন অপবাদ দিচ্ছে নাম খারাপ করছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান জানান।
র্যালি ও সমাবেশে স্বেচ্ছাসেবক দলের মহানগর ও জেলা-উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা অংশ নেন। পরে নগরের সড়কে বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা