কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি :২০ আগস্ট ২০২৫

inside-post

কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে প্রকাশ্যে তুলে নিয়ে গুলি করে হত্যা করা ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার (২০ আগস্ট) সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে খুনি কেন বাহিরে, হত্যার চিার চাই দাবী সম্বলিত ব্যানার ফেস্টুন মানববন্ধনে অংশ নেন কয়েকশত মানুষ।

 

মানববন্ধনে অংশ নেওয়া গ্রামের মানুষের মাথায় ছিলো কালো কাপড় বাধাঁ হাতে হাত ধরা। প্রতিবাদ করে প্রশ্ন তোলেন প্রশাসনের নিরবতা নিয়ে।
মানববন্ধন পথ প্রতিবাদ সমাবেশে বক্তারা- দ্রুত এ হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, ৩আগষ্ট সাড়ে ১২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে নিজ বাড়ির সামনে থেকে সাবেক বক্সগঞ্জ ইউপিসদস্য আলাউদ্দিনকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা।
এদিকে গেল ৮আগষ্ট রাতে এ ঘটনায় আসামি শেখ ফরিদকে ঢাকার মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আরো দেখুন