হত্যা মামলায় জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

হত্যা মামলায় জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট নানীর বাড়ি থেকে সাভার থানাধীন বক্তারপুর এলাকায় আন্দোলনে অংশ নেন গাজীপুরের সাহাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিজা হোসেন মারুফা। ঘটনার দিন দুপুর ২টায় আসামিদের ছোঁড়া গুলি তার বুকে লাগে। পরে সহযোদ্ধারা তাকে হাসপাতালে নিলে চিকিৎসা মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন গত বছরের ১১ সেপ্টেম্বর সাভার থানায় মামলা করেন।
