বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ : সমাজকল্যাণ উপদেষ্টা

বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ : সমাজকল্যাণ উপদেষ্টা
সোমবার (২৫ আগস্ট) বগুড়ায় নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা শীর্ষক বেসরকারি সংস্থার নেওয়া একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ বড্ড বেশি রাজনীতি দ্বারা পরিচালিত এবং জর্জরিত। যারা ক্ষমতায় আসেন তারা দেশের মঙ্গল চাইলেও, যারা তার প্রতিদ্বন্দ্বী, তাদেরকে নির্মূল করার চেষ্টা করা হয়।’
দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেককিছু প্রত্যাশা করে উল্লেখ করে বলেন, ‘এক ধরনের রাজনীতিতে দেশটা আমাদের খণ্ড-বিখণ্ড হয়ে গেছে।
শারমীন এস মুরশিদ বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের যত্নসহকারে পরিচর্যা করার আহ্বান জানিয়ে বলেন, ‘এদের দুঃসাহস-তারা মরণকেও ভয় পায় না, জীবনকেও ভয় পায় না।
উপদেষ্টা একাত্তর এবং চব্বিশ প্রসঙ্গে বলেন, ‘আমি দুটোকেই দেখি আমার ন্যায্যতার আকাঙ্ক্ষা, আমার গণতন্ত্রের তৃষ্ণা এবং সমতার স্বপ্ন এবং বৈষম্যের নিষ্ঠুর হাত থেকে বাঁচার একটি চেষ্টা হিসেবে এবং আমরা সেই লড়াইটাই লড়ছি।’
বেসরকারি সংস্থা ‘লাইট হাউস’ আয়োজিত নাগরিক অধিকার ও জলবায়ুন্যায্যতা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসাসহ জেলায় কর্মরত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বক্তব্য দেন। এ ছাড়া লাইট হাউসের নির্বাহী প্রধান হারুণ অর রশীদ, ওই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মুশফিকুর রহমান, ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন পিউ বক্তৃতা দেন।
