অ‌বৈধ এল‌পি‌জি ক্রস ফি‌লিং বন্ধ করণ আলোচনা সভা

 

অ‌বৈধ এল‌পি‌জি ক্রস ফি‌লিং বন্ধ করণ আলোচনা সভা

inside-post

নিজস্ব প্রতি‌বেদক ,কু‌মিল্লা:

 

অ‌বৈধ এল‌পি‌জি ক্রস ফি‌লিং বন্ধ করণ শীর্ষক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার দুপু‌রে কু‌মিল্লা পল্লী উন্নয়ন একা‌ডেমী বা‌র্ডে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা,অরিয়ন এলপিজি সিও অনুপ কুমার সেন, ইউরো গ্যাস কোম্পানির সিও মীর তারিকুল ইসলাম ,বিএম এলপিজির জি এম অলক কুমার পন্ডিত,ওমেরা গ্যাস হেড অফ সেলস মো:রুকনুজ্জামানসহ অনেকে।

স‌ঠিক সি‌লিন্ডার ব‌্যবহার করুন দুর্ঘটনা এড়ি‌য়ে চলুন শ্লোগা‌নে আলোচনা সভায় কু‌মিল্লা এল‌,পি‌,জি ডি‌স্ট্রিবিউটর এসো‌সি‌য়েশন সভাপ‌তি মোঃ আমানত উল্লাহ সভাপ‌তিত্ব ক‌রেন। বক্তব‌্য রা‌খেন- মাহবুবুল ইসলাম সিবিও জি গ্যাস, সিফাত মঞ্জুর সি ম্যানেজার ইউনিটেক্স, আবু বকর সিদ্দিক এন এস এম বেক্সিমকো ,রফিকুল ইসলাম এজিএম ফ্রেশ, মুকিত ইবনে সিদ্দিকী সি ম্যানেজার ফ্রেশ এলপিজি ,এল‌,পি‌,জি ডি‌স্ট্রিবিউটর এসো‌সি‌য়েশন সাধারণ সম্পাদক ম‌নি মুক্তা পাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রজেক্ট‌রে বি‌ভিন্ন দিক তু‌লে ধ‌রেন ফ্রেস এল‌পি গ‌্যা‌সের ডিপুটি ম্যানেজার ও আহবায়ক এলপিজি লিডার্স কুমিল্লা বিভাগ (লোয়াব)হো‌সাইন মারুফ। বক্তারা জেলার বি‌ভিন্ন স্থা‌নে অ‌টোগ‌্যাস ফি‌লিং স্টেশন থে‌কে প্রায় সকল কোম্পা‌নির সি‌লি‌ন্ডিা‌রে অ‌বৈধভা‌বে গ‌্যাস রি‌ফিল কর‌তে‌ছে।‌সি‌ল্ডিা‌রের মেয়াদ ও ফিট‌নেস পরীক্ষা ছাড়াই গ‌্যাস রি‌ফি‌লের কার‌ণে বহু দূর্ঘটনা ঘট‌তে‌ছে।তাছাড়া ওজ‌নে কম দি‌য়ে কিছু অসাধু লো‌কের মাধ‌্যমে বাজারজাত করণ ক‌রি‌তে‌ছে।ফ‌লে সাধারণ ক্রেতারা প্রতারণার শিকা‌রের পাশাপা‌শি যে‌কোন সময় বড় দূর্ঘটনার আশংকা র‌য়ে‌ছে ।যার ফ‌লে প‌রি‌বেশক‌দের ব‌্যবসা হুম‌কির সম্মু‌ক্ষিন তাই অ‌বৈধ প্রতিষ্ঠা‌নের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহ‌ণের দা‌বি জানান।অনুষ্ঠা‌নে ২২‌টি কোম্পা‌নির প্রতি‌নি‌ধিসহজেলার এল‌,পি‌,জি ডি‌স্ট্রিবিউটরা অংশ নেন।

আরো দেখুন