নির্বাচন নিয়ে সারজিসের হুঁশিয়ারির জবাবে যা বললেন প্রেসসচিব

নির্বাচন নিয়ে সারজিসের হুঁশিয়ারির জবাবে যা বললেন প্রেসসচিব

 অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে  নির্বাচন কমিশন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দলীয় প্রতীক বরাদ্দেও চলছে তোড়জোড়। এর মধ্যে ঘোষণা এলো— শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি।

ইসি সচিবের এমন ঘোষণার পর কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির বেশির ভাগ নেতা। সরল পথে দাবি আদায় না হলে তারা রাজনৈতিক লড়াইয়ের দিকে হাঁটবেন। 

গত মঙ্গলবার বিকেলে শাপলা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পোস্টে তিনি জাতীয় নাগরিক পার্টির প্রতীক শাপলা না দিলে আগামী নির্বাচন কিভাবে হয় তা দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন।

সারজিসের এমন হুঁশিয়ারি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। 

এদিকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলমের কাছে সাংবাদিকরা সারজিসের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করেন। জবাবে প্রেসসচিব বলেন, নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং পৃথিবীর কেউ নেই যে এটা বানচাল করতে পারবে।

 

শফিকুল আলম বলেন, কোন নেতা কী স্টেটমেন্ট দিচ্ছে, আমরা এটা দেখছি না। আমাদের কথা হচ্ছে— নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং কোনো ধরনের ষড়যন্ত্র এটাকে আটকাতে পারবে না।

 

inside-post
আরো দেখুন