আসিফ মাহমুদের মধ্যে হাসিনার চেহারা দেখছি : ডা. জাহেদ

আসিফ মাহমুদের মধ্যে হাসিনার চেহারা দেখছি : ডা. জাহেদ
ডা. জাহেদ উর রহমান বলেন, যারা ক্ষমতায় আছেন, সম্ভবত তাদের একটা অংশ নির্বাচন চান না। ড. ইউনূসের বাইরেও ক্ষমতায় আছেন এমন লোক আছে, দলও আছে।
তিনি বলেন, এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ তার জেলা কুমিল্লার জন্য অনেক বেশি বরাদ্দ রেখেছেন। তার নিজ উপজেলা মুরাদনগরে তিনি সাড়ে চারশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। অথচ পুরো পিরোজপুর জেলার জন্য ১৩ কোটি, খাগড়াছরি জেলার জন্য ১৪ কোটি, ঝালকাঠিতে ১৫ কোটি, রাঙ্গামাটিতে ১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
তিনি আরো বলেন, শুধু তাই নয়, তিনি হাসনাত আব্দুল্লাহর উপজেলায় সাড়ে ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
ডা. জাহেদ বলেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন এডিবি বরাদ্দে এক নম্বরে ছিল ঢাকা, দুই নম্বরে ছিল চট্টগ্রাম, আর তিন নম্বরে ছিল গোপালগঞ্জ। এডিপিতে রংপুর বিভাগের আট জেলার চেয়ে গোপালগঞ্জের বরাদ্দ বেশি ছিল। এ কারণেই আমি আসিফ মাহমুদের মধ্যে শেখ হাসিনাকে দেখছি।
