বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আখলাক হায়দার গ্রেফতার

বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আখলাক হায়দার গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি :
০৩ অক্টোবর, ২০২৫

কুমিল্লার বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ অক্টোবর) রাত অনুমান ৯টার দিকে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আটকের সময় আখলাক হায়দার তার নিজ বাসায় অবস্থান করছিলেন বলে জানা যায়।
জুলাই-আগষ্টের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে বলেও জানা যায়। কুমিল্লা-৬ (সদর আসন) এর সাবেক এমপি বাহার উদ্দিন বাহার ও কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এর সাবেক এমপি আবু জাহের এর অত্যান্ত বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যাক্তি হিসেবে অত্যান্ত সু-পরিচিত ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় পুরো উপজেলায় তার একক ইশারায় টেন্ডারবাজি, চোরা চালান, অস্ত্র বাজি, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ নানা অপকর্ম চালাতেন অনেকটা প্রকাশ্যেই। গুঞ্জন রয়েছে- তিনি যা বলতেন থানা পুলিশ ও উপজেলা প্রশাসন তার কথার বাইরে এক ধাপও চলতে পারতেন না। তার ভয়ে এলাকার মানুষ কেউ কখনো কোন বিষয়ে দ্বিমত পোষণ করার সাহসও দেখাতে পারতেন না।

‎আটকের বিষয়টি জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ নিশ্চিত করেছেন। অন্যদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে জুলাই-আগস্টের একাধিক মামলা রয়েছে।

inside-post
আরো দেখুন