কুমিল্লায় এক্সপার্ট টেকনোলজি , রিচ ওভারসিজ বিডি এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর যৌথ উদ্যোগে কম্পিউটার-ভিত্তিক আইইএলটিএস সেন্টারের উদ্বোধন

কুমিল্লায় এক্সপার্ট টেকনোলজি , রিচ ওভারসিজ বিডি এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর যৌথ উদ্যোগে কম্পিউটার-ভিত্তিক আইইএলটিএস সেন্টারের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদন : ০৭ অক্টোবর ২০২৫

কুমিল্লায় expert Technology and reachoverseasBD এবং British council Bangladesh এর যৌথ উদ্যোগে Computer delivered IELTS সেন্টারের উদ্বোধন
কুমিল্লার শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা

আজ ৭ই অক্টোবর ২০২৫, কুমিল্লা শহরে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ তাদের নতুন কম্পিউটার-ভিত্তিক IELTS টেস্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করে। গাংচিল ভবনে অবস্থিত এই অত্যাধুনিক টেস্ট ভেন্যুটি কর ভবনের বিপরীতে, ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারের ঠিক উপরের তলায় অবস্থিত — কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে ২য় কান্দিরপাড়, নজরুল এভেনিউ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসমিন তাহি Director , Business development, English & examinations, British council Bangladesh এছাড়া ও এম ডি বদরূদ্দোজা account manager, examinations, British council Bangladesh ! তিনি ফিতা কেটে ও আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সেন্টারটির উদ্বোধন করেন।

উদ্বোধনী ভাষণে ইয়াসমিন তাহি বলেন,এই নতুন IELTS টেস্ট সেন্টার কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এখন থেকে তাদের ঢাকায় বা চট্টগ্রামে যেতে হবে না। আমরা চাই, দেশের প্রতিটি প্রান্তের শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক শিক্ষায় অংশগ্রহণ করতে পারে—এই সেন্টার সেই দিকেই একটি দৃঢ় পদক্ষেপ।”
সেন্টারটিতে রয়েছে আধুনিক কম্পিউটার প্রযুক্তিনির্ভর পরীক্ষার ব্যবস্থা, নিরাপদ ও নিরিবিলি পরিবেশ, এবং ব্রিটিশ কাউন্সিল কর্তৃক স্বীকৃত পরীক্ষার সকল সুবিধা। এটি কুমিল্লায় ব্রিটিশ কাউন্সিল অনুমোদিত একমাত্র অফিসিয়াল IELTS computer delivered test centre |

অনুষ্ঠানে কুমিল্লার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। তাঁরা ব্রিটিশ কাউন্সিলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে কুমিল্লার শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষার পথে আরও সহজে এগিয়ে যেতে পারবে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য একটি সংক্ষিপ্ত মতবিনিময় ও চা চক্রের আয়োজন করা হয়।