বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের

বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের

 অনলাইন ডেস্ক

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী ২৪ ঘণ্টায় শুধু দুই বিভাগের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হতে পারে। পরবর্তী ৯৬ ঘণ্টায় শুধু এক বিভাগে বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে কখনো তাপমাত্রা বাড়বে, কখনো অপরিবতিত থাকতে পারে।

 

বৃষ্টির বিষয়ে আবহাওয়া আরো অফিস জানায়, আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রা নিয়ে সংস্থাটি জানায়, আগামীকাল সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
inside-post
আরো দেখুন