নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে কুমিল্লায় ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত

নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে কুমিল্লায় ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত
কুমিল্লা প্রতিনিধি :

দিবসটি উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে ওয়ার্ল্ড পাবলিক সার্ভিস ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড পাবলিক সার্ভিস ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটির সভাপতি আব্দুল জলিল বাচ্চু মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এইচএম মজিবুর রহমান। অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ ধনু মিয়া সাধারণ সম্পাদক নাঈমুর রহমান সহ-সাধারণ সম্পাদক রুবেল মিয়া সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি আব্দুল মালেক বেপারী মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও আইন বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক। পরে কেক কাটা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন স্তরের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। বক্তারা বলেন সমাজের নিপীড়িত মানুষের জন্য মানবাধিকার রক্ষায় কাজ করছে এই সংগঠনটি।