সাবেক এমপি নিজাম হাজারীসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

সাবেক এমপি নিজাম হাজারীসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা না দেওয়ায় এই মামলা করা হয়। অভিযুক্ত অপর দুই জন হলেন—ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্ল্যাহ বিকম এবং ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক রিপন। নিজাম হাজারীর বিরুদ্ধে আরো এক মামলা
রবিবার (১৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ।
এ বিষয়ে ফেনী জেলা আদালতের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা বলেন, ‘গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র আন্দোলনে যেসব অস্ত্র ব্যবহার করা হয়, সেগুলোর মধ্যে অভিযুক্তদের অস্ত্র ছিল।
