সাকিবের খেলার বিষয়ে বল নির্বাচকদের কোর্টে ঠেলে দিলেন বিসিবি সভাপতি

সাকিবের খেলার বিষয়ে বল নির্বাচকদের কোর্টে ঠেলে দিলেন বিসিবি সভাপতি
সাকিবকে নিয়ে আজ কৌশলী উত্তরই দিয়েছেন আমিনুল।
বিশ্বের সাবেক এক নম্বর অলরাউন্ডারকে দলে আবারও দেখা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে বলটা নির্বাচকদের কোর্টে ঠেলে দিয়েছেন তিনি। দল নির্বাচন করা যেহেতু নির্বাচকদের কাজ তাই তারাই ভালো জানবেন বলে জানান বোর্ড সভাপতি।
এখনো বাংলাদেশ দল থেকে সব সংস্করণে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব। তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নেব। এর আগেও আমি বহুবার বলেছি, এটা পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশ দলের নির্বাচকদের ওপর।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব।
এরপর গত অক্টোবর ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন তিনি। যদিও দীর্ঘ সংস্করণ থেকে অবসরের বিষয়ে তিনি জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলে অবসর নিতে চান তিনি। দেশে আসতে চাইলেও পরে অবশ্য রাজনৈতিক সমস্যার কারণে আসতে পারেননি। তাছাড়া সরকার পতনের পর তার নামে কয়েকটি মামলা হয়েছে। সঙ্গে চেক জালিয়াতির কারণে তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
