কুমিল্লায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি : ১২ জুলাই ২০২৫

inside-post
সারাদেশের  ন্যায় কুমিল্লায়ও জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে প্রতীকী ম্যারাথন আয়োজন করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এই চেতনাকে ধারণ করে আয়োজন করা হয়। সকাল ৭টায় ম্যারাথন উদ্বোধন হয়ে ৫ শতাধিক প্রতিযোগী ওয়ার্মআপ প্রতিযোগিরা কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে সার্কিট হাউস মোড়, ফৌজদারী, ডিসি রোড, পুলিশ লাইন্স ও কান্দিরপাড়সহ প্রায় ৪ কিলোমিটার ঘুরে পূণরায় স্টেডিয়াম এসে শেষ করে।

শহীদ পরিবারের উপস্থিতিতে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার,জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। এই সময় শহীদ পরিবারের বক্তব্য রাখেন শহীদ মো. মাছুমের বাবা ও আনাসের মা।

পরে ১ম স্থান মো বশির, ২য় স্থান মো আতীক, ৩য় স্থান রাব্বি কে সহ বিজয়ী ১০০ প্রতিযোগীকে ম্যাডেল দেয়া হয়। এর আগে ৩৬ টাকায় রেজিস্ট্রেশন করা সকল প্রতিযোগীকে টি-শার্ট, ক্যাপ ও নাশতার বক্স উপহার দেয় হয়।

গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আয়োজিত এই ম্যারাথনে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সহ বিভিন্ন স্তরের শ্রেনী- পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই প্রতীকী ম্যারাথন নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। এই সকল আয়োজনের মধ্যে গণতন্ত্র সচেতনতা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে সহায়ক হবে।

আরো দেখুন