সেদিন আমিও গুলিবিদ্ধ হই, রক্তে ভিজে যায় আমার বুক, কিন্তু মাথা নত করিনি -ইউছুফ মোল্লা টিপু

সেদিন আমিও গুলিবিদ্ধ হই, রক্তে ভিজে যায় আমার বুক, কিন্তু মাথা নত করিনি -ইউছুফ মোল্লা টিপু

স্মৃতিচারণ
inside-post
কুমিল্লা প্রতিনিধি : ১৯ জুলাই ২০২৫
আজ সেই রক্তঝরা ১৯ জুলাই, ২০২৪
কুমিল্লার ইতিহাসে ১৯৭১-পরবর্তী সময়ের সবচেয়ে নির্মম, ভয়াল ও কলঙ্কিত এক রাজনৈতিক হত্যাযজ্ঞের দিন।
এই দিনটি শুধু একটি তারিখ নয় এটি জাতীয়তাবাদী শক্তির ওপর চালানো এক পরিকল্পিত বর্বর হামলার রক্তাক্ত স্মারক।
সেদিন রক্তে ভিজেছিল চর্থার মাটি জাতীয়তাবাদীর গর্বিত ঘাঁটি, যেখানে জাতীয়তাবাদী চেতনার বীজ রোপিত হয়েছিল, আর হাজারো নেতাকর্মীর ত্যাগে সেই বীজ বৃক্ষে পরিণত হয়েছিল।
চর্থার সৈয়দবাড়ি ও উত্তর চর্থা যেন পরিণত হয়েছিল এক তা‌ণ্ডবমঞ্চে
যেখানে আওয়ামী লীগের ফ্যাসিবাদী বাহিনী আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে দুই ঘণ্টাব্যাপী চালায় অবিরাম গুলিবর্ষণ।
চারদিক রক্তে রঞ্জিত, মাটি কাঁদে, বাতাস থমকে দাঁড়ায়, আর মানুষের বুক ফেটে যায়।
হামলার মূল লক্ষ্য ছিলাম আমি
ইউসুফ মোল্লা টিপু।
কারণ আমি ও আমার সাথের নেতাকর্মীরা এই রাজপথে ছিলাম আপোষহীন এক যোদ্ধা
আমি কখনো মাথা নত করিনি অন্যায়ের সামনে, আমি কখনো ফ্যাসিবাদের সাথে আপোষ করিনি।
সেদিন আমিও গুলিবিদ্ধ হই, রক্তে ভিজে যায় আমার বুক, কিন্তু মাথা নত হয়নি, মনোবল ভাঙেনি।
আমার সহযোদ্ধারা আজও শরীরে বয়ে বেড়াচ্ছে সেই স্প্লিন্টারের তীব্র যন্ত্রণা,
আজও তাদের চোখে ঘুরে ফিরে আসে সেই বিভীষিকাময় মুহূর্ত
যেখানে জীবন ও মৃত্যুর ব্যবধান ছিল মাত্র একটি শ্বাসের ফারাক।
এই ১৯ জুলাই কোনো সাধারণ দিন নয় এটি জাতীয়তাবাদী শক্তির রক্তঝরা ইতিহাস, একটি লাল-কালো স্মৃতি যা সাক্ষ্য দেয় ফ্যাসিবাদের বিরুদ্ধে এক সাহসী প্রতিরোধের।
ইনশাআল্লাহ, বাংলার মাটিতেই হবে বিচার।
এই রক্তের ঋণ কোনোদিন ভুলে যাবে না ইতিহাস,
ফ্যাসিবাদী খুনিদের প্রতিটি রক্তবিন্দুর জবাব বাংলার মাটি একদিন দেবে।
আর সে দিন খুব বেশি দূরে নয়।
পরিশেষে জুলাই-আগস্ট এর ঐতিহাসিক আন্দোলনে সকল শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং আল্লাহর নিকট আহতদের পরিপূর্ণ সুস্থতার নেয়ামত কামনা করছি।
লেখক : সাধারণ সম্পাদক, কুমিল্লা মহানগর বিএনপি ও চেয়ারম্যান, মানবিক সংগঠন বিবেক,কুমিল্লা।
আরো দেখুন