নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়ার দৌলতপুর ধর্মদাহ গ্রাম থেকে হাইয়েস মাইক্রোবাসটি নিয়ে সিরাজগঞ্জে নিহত জাহিদুলের স্ত্রী নিশি খাতুনকে দেখার জন্য পরিবারের লোকজন স্বজনদের নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। পথে বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রল পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা দুজনের লাশ বের করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাসের বডি কেটে আরো তিনটি লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনায় ট্রাক ও মাইক্রোবাসটি হাইওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
