বুড়িচংয়ে নিখোঁজের ৪দিন পর প্রবাসীর স্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি :০১ জুলাই ২০২৫

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউপির দক্ষিণগ্রামে নিখোঁজের ৪ দিন পর বাড়ি থেকে ৫শত গজ দুরে মুরগীর খামারের পাশে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় ফেরদৌসী বেগম নয়ন (৫২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) সকাল আনুমানিক ৮টায় স্থানীয়রা টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতরে বস্তাবন্দি মরদেহটি দেখতে পায়। পরে বুড়িচং থানা পুলিশকে খবর দেন তারা। থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়াস্থ সৌদি প্রবাসী শামসুল আলমের স্ত্রী ফেরদৌসী বেগম নয়ন গত শুক্রবার (২৭ জুন) সকাল ১১টার দিকে বাড়ির অদুরে লেবু সংগ্রহের জন্য বাগানে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী তাকে বিভিন্ন স্থানে খোঁজ করলেও কোনো সন্ধান মেলেনি। অবশেষে ৪দিন পর আজ মঙ্গলবার তার মরদেহটি লেবু বাগানের পাশে দেবর আলমগীর হোসেনের মুরগীর ফার্মের পাশের সেপটিক ট্যাংকির ভেতরে বস্তবন্দি অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
নিহতের ছেলে সাইপ্রাস প্রবাসী ইকরামুলসহ পরিবারের সদস্যদের অভিযোগ, ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে বস্তায় ভরে মরদেহটি সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে।
হত্যাকান্ডের সঠিক কারন জানা না গেলেও, স্বজনদের সাথে পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ভিকটিমের স্বজনরা। ছাড়াও চাঞ্চল্যকর এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে প্রকৃত রহস্য উদঘাটন কাজ করছে জেলা গোয়েন্দা, পিবিআই ও থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।
ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন ও প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, দক্ষিণগ্রাম থেকে ফেরদৌসী বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
উক্ত ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।