এনসিপি ও জামায়াতকে যে বার্তা দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান

এনসিপি ও জামায়াতকে যে বার্তা দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান

 অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘এই যে কইছে না, শাপলা না পাইলে ধানের শীষে ভোট করতে দিবে না। আমি যে কই, বাপ-দাদার নাম নেই চাঁন মল্লের বেয়াই। আসমানে ওঠতে চাও? বিএনপির একটা ওয়ার্ডে কর্মী ঢাকাতে বাহির হলে তরারে ফাত্তা পাওয়া যাইতো না। কস ধানের শীষকে একবারে বাতিল কইরা ফালবে তোরা।
ফজলুর রহমান বলেন, ‘আমি জামায়াতের বিরুদ্ধে কই বলে, স্বাধীনতা বিরোধীরে বিরুদ্ধে কই বলে আমি খারাপ হয়ে গেছি গা। এরা কি নিয়ে যাইতেছে, তারা বলে দেশটাকে আফগানিস্তান বানাবে। আমিতো আমার দেশ বাংলাদেশ বানাতে চাই, আমিতো আফগানিস্তান বানাতে চাই না।

তিনি আরো বলেন, ‘তা নাহলে এখানে আমাদের অধিকার বেশি।

তোমরা খালি পাল্লা, আর কয় কি শাপলা না পাইলে ধানের শীষের ভোটও করতে দিবে না। কয়ছে কি-না?’মতবিনিময় সভায় অষ্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি সাইদ আহমেদ, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

inside-post
আরো দেখুন