সাকিবের খেলার বিষয়ে বল নির্বাচকদের কোর্টে ঠেলে দিলেন বিসিবি সভাপতি

সাকিবের খেলার বিষয়ে বল নির্বাচকদের কোর্টে ঠেলে দিলেন বিসিবি সভাপতি

 ক্রীড়া ডেস্ক

সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে দেখা যাবে কিনা—এই আলোচনাটার যেন শেষ নেই। সুযোগ পেলেই সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দেন বিসিবির সভাপতিসহ কর্মকর্তাদের। আজও যেমন এমন প্রশ্নের উত্তর দিতে হয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে।

সাকিবকে নিয়ে আজ কৌশলী উত্তরই দিয়েছেন আমিনুল।

তবে সাকিবের দরজা সব সময় খোলা আছে বলে জানিয়েছেন আমিনুল। আজ সন্ধ্যায় ব্যাডমিন্টন ফেডারেশনের এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বলেছেন, ‘সাকিব তো অ্যাভেইলেবল ক্রিকেটার।

সাকিবের সঙ্গে যোগাযোগের বিষয়ে আমিনুল বলেছেন, ‘আমার সঙ্গে বেশ কিছু দিন ধরে (সাকিবের সঙ্গে) যোগাযোগ হয়নি। আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ হয়নি। আবারও বলছি, এই কাজটা নির্বাচকদের এবং নির্বাচকরাই এই সিদ্ধান্তটা নেবে। আমার যে দায়িত্ব, আমি ক্রিকেট বোর্ড চালাই, দল নির্বাচন করি না।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব।

 

inside-post
আরো দেখুন