৬৫ বছর পর যুক্তরাষ্ট্র থেকে তুরস্কে ফিরল ‘দার্শনিক সম্রাটের’ মূর্তি

৬৫ বছর পর যুক্তরাষ্ট্র থেকে তুরস্কে ফিরল ‘দার্শনিক সম্রাটের’ মূর্তি

 এএফপি

যুক্তরাষ্ট্র থেকে তুরস্ক রোমান সম্রাট মার্কাস অরেলিয়াসের একটি প্রাচীন মূর্তি পুনরুদ্ধার করেছে। অবৈধভাবে পাচার করা পুরাকীর্তি উদ্ধারে আংকারার প্রচেষ্টার অংশ এটি। দেশটির সরকার শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

তুরস্কের কর্মকর্তারা এদিন জানান, একটি ব্রোঞ্জের মূর্তি ৬৫ বছর পর দেশে ফিরিয়ে আনা হয়েছে, যা বর্তমান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুরদুর প্রদেশে অবস্থিত প্রাচীন শহর বুবন থেকে বিংশ শতাব্দীর ষাটের দশকে পাচার হয়েছিল।

সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত এরসয় বলেন, ‘এটি এক দীর্ঘ লড়াই। আমরা সঠিক পথে ছিলাম, দৃঢ়প্রতিজ্ঞ ও ধৈর্যশীল ছিলাম, আর আমরা জয়ী হয়েছি।’

তিনি আরো বলেন, “আমরা ‘দার্শনিক সম্রাট’ মার্কাস অরেলিয়াসকে ফিরিয়ে এনেছি তার নিজের ভূমিতে।”

মন্ত্রী আরো জানান, একসময় যুক্তরাষ্ট্রে প্রদর্শিত এই অনন্য নিদর্শনটি বৈজ্ঞানিক বিশ্লেষণ, সংরক্ষিত নথিপত্র ও সাক্ষীদের বিবরণীর ভিত্তিতে তুরস্কে ফিরিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, ‘কূটনীতি, আইন ও বিজ্ঞানের সম্মিলিত শক্তির মাধ্যমে নিউইয়র্কের ম্যানহাটন জেলা অ্যাটর্নি অফিস ও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন ইউনিটের সঙ্গে পরিচালিত প্রক্রিয়াটি শুধু একটি পুনরুদ্ধার নয়, এটি একটি ঐতিহাসিক সাফল্য।’ 

মেহমেত এরসয় বলেন, ‘মার্কাস অরেলিয়াসের দেশে ফেরাটা ন্যায়বিচারের পেছনে আমাদের দীর্ঘদিনের সাধনার একটি বাস্তব ফলাফল।’

মাথাবিহীন এই মূর্তিটি যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড আর্ট মিউজিয়ামে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত প্রদর্শিত হয়েছিল। এরসয় জানান, তুরস্ক থেকে পাচার হওয়া তার দেশের সব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘আমরা অচিরেই দার্শনিক সম্রাটকে রাজধানী আংকারার জনগণের সামনে এক চমকপ্রদ প্রদর্শনীতে উপস্থাপন করব।’
inside-post
আরো দেখুন